রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগ এর পরীক্ষায় সিআইডির জালে ৬২ জন জাল পরীক্ষার্থী,

রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগ এর পরীক্ষায় সিআইডির জালে ৬২ জন জাল পরীক্ষার্থী,

গতকাল ছিল রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগ এর পরীক্ষা, আর সেই পরীক্ষায় বিহার, নদীয়া,মেদিনীপুর এই সমস্ত জায়গা থেকে জাল পরীক্ষার্থীরা এডমিট কার্ড জাল করে পরীক্ষা দেওয়ার জন্য সোদপুরের একটি হোটেল ভাড়া করে থাকে,সেই সময় বারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা-বিভাগ গোপন সূত্রে খবর পেয়ে হোটেলে হানা দেয় এবং সেখান থেকে ৪২ জন জাল পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে পাশাপাশি বারাকপুর থানার অন্তর্গত এলাকা থেকে ১০ জন ও ঘোলা থানা,বেলঘড়িয়া থানা, বরাহনগর থানার অন্তর্গত এলাকা থেকে ১২ জনকে গোয়েন্দা অফিসারেরা গ্রেপ্তার করে,গ্রেপ্তার হওয়া মোট ৬২ জন জাল পরীক্ষার্থীকে ৪২০ ধারা অর্থাৎ চিটিংবাজী সহ অন্যান্য ধারায় ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + twelve =