রাজ্য মন্ত্রিসভার রদবদল,কে কোন দায়িত্ব পেলেন?

রাজ্য মন্ত্রিসভার রদবদল,কে কোন দায়িত্ব পেলেন?

সম্ভাবনা তালিকার সঙ্গে মিলিয়ে মমতার মন্ত্রিসভায় এলেন ৮ জন নতুন মুখ। মন্ত্রী হিসেবে শপথ নিলেন তারা। এদিন মমতা মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ উদয়ন গুহ, প্রদীপ মজুমদারের। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।শুধু প্রতিমন্ত্রীর দায়িত্বে সত্যজিত্‍ বর্মন, তাজমুল হোসেন।

মন্ত্রীসভায় নতুন ৮জন-

পূর্ণমন্ত্রীর দায়িত্বে বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক।
পূর্ণমন্ত্রীর দায়িত্বে উদয়ন গুহ, প্রদীপ মজুমদার।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বিপ্লব রায়চৗধুরী।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ সত্যজিত্‍ বর্মন, তাজমুল হোসেনের।

তবে এক্ষেত্রে মমতার মন্ত্রিসভার পুনর্বিন্যাসে ব্যাপক রদবদল মন্ত্রিসভার।সম্ভবত ফিরহাদের হাকিমের হাত থেকে যেতে চলেছে পরিবহণ দফতর। পরিবহণ দফতরে সম্ভবত আসতে চলেছেন মন্ত্রী তালিকায় নতুন মুখ স্নেহাশিষ চক্রবর্তী। অন্যদিকে, পর্যটন দফতরের দায়িত্ব সম্ভবত পেতে চলেছেন নতুন মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেচ দফতরেও সম্ভাব্য মন্ত্রী আরেক নতুন মুখ পার্থ ভৌমিক। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সম্ভবত হচ্ছেন উদয়ন গুহ।নতুন মন্ত্রীদের শপথ নেওয়ার পাশাপাশি দফতর বণ্টনেও ব্যাপক রদবদল হচ্ছে এবার।টেকনিক্যাল এডুকেশন দফতরের দায়িত্ব সম্ভবত পেতে চলেছেন ইন্দ্রনীল সেন। তবে এবার শিক্ষা দফতরে কোনও প্রতিমন্ত্রী থাকছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + eleven =