রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে নানান বিক্ষোভ কর্মসূচি। আজ নৈহাটি বিধানসভা জাতীয় কংগ্রেস ও উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের আহ্বানে পানপুর বিডিও অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। মূলত রাজ্য সরকারের দুর্নীতি ও স্থানীয় ৯ দফা দাবি নিয়ে বিডিও অফিসে স্মারকলিপি জমা দেন জেলা ও রাজ্য কমিটির কংগ্রেস নেতারা। মূলত বিক্ষোভ মঞ্চ থেকে কংগ্রেস নেতারা একযোগে নিশানা করেন কেন্দ্রের ও রাজ্য সরকারকে। তাদের দাবি রাজ্য সরকারের সমস্ত দপ্তরই দুর্নীতিতে যুক্ত। পঞ্চায়েত নির্বাচন নিয়েও বেশ আতঙ্কিত কংগ্রেস নেতারা। তাই নির্বাচন শান্তিপূর্ণ করার দাবিতেও তারা সরব বিক্ষোভ মঞ্চ থেকে। যদিও কংগ্রেসের অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা বলরাম সাঁতরা বলেন, ” আমাদের সরকার দুর্নীতির সাথে আপোস করে না। বিরোধীদের কাজ বিরোধিতা করা”।