রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা প্রতিলিপি আগুনে পুড়িয়ে বিক্ষোভ

বসিরহাট স্বাস্থ্য জেলার দপ্তরের সামনে বিক্ষোভ প্রতিবাদ এসইউসিআই। বসিরহাট সাংগঠনিক জেলার এস ইউ সি আই কমিটির সম্পাদক অজয় বাইনের নেতৃত্বে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর ঘরের সামনে বিক্ষোভ। ইতিমধ্যে রাজ্য সরকারের বিভিন্ন জেলা মহাকুমা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন হাসপাতালগুলোতে অত্যাবশ্যকীয় জীবনদায়ী ওষুধ বিনামূল্যে দিচ্ছিল। তাঁর শংখ্যাছিল ৬৪৪,টি, সেই তালিকা থেকে একাধিক জীবনদায়ী ওষুধ  বাদ গেছে। সংখ্যা কমিয়ে আনা হয়ে ৩৭১,টা। এরই প্রতিবাদে বিক্ষোভ, ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালগুলোতে ওষুধের সংখ্যা কমেছে ।তার মধ্যে গুরুত্বপূর্ণ ক্যান্সার-ডায়বেটিস নিউমোনিয়া একাধিক জীবনদায়ী ঔষধ এর নামের তালিকা বাদ গেছে। যার কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ এই ওষুধ পরিষেবা থেকে বঞ্চিত হবেন। তাই সাধারণ মানুষ-এর থেকে বঞ্চিত না হয় তারই প্রতিবাদে আমরা আজকে অবস্থান বিক্ষোভ শুরু করেছি। ১৯৯০ সালের তৎকালীন বাম সরকার বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করে প্রায় ৯০,টা জীবনদায়ী ওষুধ তালিকা কমিয়ে ছিল ।তার বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ-বিক্ষোভ করেছিলাম। আমরা চাই এই জীবন দায়ী যেসব ওষুধ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে লাগে, সেগুলো তালিকায় রাখুক রাজ্য সরকার। না হলে আমাদের এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে বলে জানিয়েছেন, এসইউসিআই নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + eleven =