রাজ‍্য সড়ক দখল করে অবৈধ পার্কিং, চ‍্যাঙদোলা করে বাইক সরালো ট্রাফিক ওসি

রাজ‍্য সড়ক দখল করে অবৈধ পার্কিং, চ‍্যাঙদোলা করে বাইক সরালো ট্রাফিক ওসি

মালদহের চাঁচল সদরের রাজ‍্য সড়ক যেন খোলা পার্কিং। এই চিত্র নিত‍্যদিনের। যার কারনে যানজটে জেরবার শহর।প্রতিদিনের মতো চাঁচলে একটি শপিংমলের বাইরে অবৈধভাবে রাজ‍্য সড়ক দখল করে রাখা ছিল সারিসারি বাইক।সোমবার দূপুরে প্রখর রোদ্রে সেই বাইক চ‍্যাঙদোলা করে সরালো ট্রাফিক ওসি থেকে সুরু করে কর্মরত ট্রাফিক ও সিভিকেরা। বাইক আটক করে নিয়ে যাওয়া হয় ট্রাফিক কন্ট্রোল রুমে।আইনত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন চাঁচল মহকুমা ট্রাফিক ওসি চন্দন দে। তিনি আরোও জানান, চাঁচলে একধিকবার প্রশাসনের তরফে নির্দেশ জারি করা হয়েছে। তারপরে সেই নির্দেশকে উপেক্ষা করে ব‍্যবসায়ীরা সড়ক দখল করে পার্কিং জোন করছে। এরফলে আঁটোসাঁটো শহরে দফায় দফায় যানজট সৃষ্টি হওয়ার কারণে অসুবিধায় পড়তে হচ্ছে পথ চলতি মানুষদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − four =