রাতভর টানা বৃষ্টি,ভাসল দক্ষিণবঙ্গ।
বঙ্গে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর,আগামী কয়েক দিন নিম্নচাপের দরুণ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রাতভর বৃষ্টির ফলে ভাসল দক্ষিণবঙ্গের জেলাগুলি।জল জমেছে একাধিক এলাকায়।দূর্ভোগে পড়েছে নিত্যযাত্রীরা।একই দৃশ্য হাওড়াতে।হাওড়ার বেলুড় স্টেশন রেলওয়ে আন্ডারপাসে জল জমেছে।বেলুড়ের একপ্রান্তে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের নিশ্চিন্দা অঞ্চল। উল্টোদিকে বালি বিধানসভা কেন্দ্রে রেলস্টেশন রোড অঞ্চল। রাতভর বৃষ্টির জেরে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দুই প্রান্তের মানুষজনের।বিকল্প রাস্তায় যাতায়াতে বেশ খানিকটা সময় চলে যাচ্ছে।ফলত গন্তব্যে পৌঁছতে সময় লাগছে অনেকটাই।অফিস যাত্রী থেকে এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে রেলওয়ে লাইন পারাপার করছেন। কার্যত টানা বৃষ্টিতে ভোগান্তির শিকার নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।