রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখে,তবে তা পূরণ কতজনের হয় ?

স্বপ্ন আর বাস্তবের মধ্যে রয়েছে বড় ফারাক। কেউ বিনিয়োগ করেন শেয়ার মার্কেটে, কেউ টাকা রাখেন মিউচুয়াল ফান্ডে। কিন্তু, লটারি কেটেই রাতারাতি বড়লোক হয়ে গেলেন মুর্শিদাবাদের ঢালাই লেবার মাত্র তিরিশ টাকার লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে গেলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ২ নম্বর ব্লকের কৃষ্ণশাইল গ্রামের সানিবুল সেখ ও আমিরুল সেখ দুই ভাই। জানা গিয়েছে, দুই বাই বাড়িতে ঢালাই এর কাজ করেন।
রবিবার সন্ধ্যা বেলায় ঘুরতে যান বাড়ির কাছের মোড়ে। সেখানে তিরিশ টাকা দিয়ে একটি লটারির টিকিট কেনেন। যদিও তখনও তিনি স্বপ্নেও ভাবেননি একটি টিকিটই বদলে দিতে চলেছে তাঁর গোটা জীবন। যে দোকানে লটারির টিকিট কেটেছিলেন সেখানে যেতেই দেখেন যে টিকিটের নম্বরে এক কোটি টাকা পেয়েছে সেটিই রয়েছে তাঁর পকেটে। খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে ছুটে আসেন। গোটা ঘটনা খুলে বলেন বাড়ির সকলের কাছে। খুশির জোয়ারে ভেসে যায় গোটা পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 12 =