গতকাল রাত্রি দুটো নাগাদ বালি পাঠকপাড়া তে হঠাৎ একটি গাড়ি এবং আশেপাশের জঙ্গলের মধ্যে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে গাড়ি ও তার আসে পাশের ঝোপ ঝাড়। এলাকাবাসীরা ওই আগুন দেখে দমকল কে খবর দেয়। কিছুক্ষনের মধ্যে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং সেই সাথে বালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রায় আধঘন্টার প্রচেষ্টার পর সেই গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গাড়ির সাথে আশেপাশের এলাকাতেও আগুন ছড়িয়ে যাওয়ার কারণে বাসিন্দারা আতঙ্কে ঘরের বাইরে চলে আসে। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায় নি। যে গাড়িতে আগুন লেগেছিল টা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বালি থানার পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ থেকে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। স্থানীয় সূত্র মারফৎ জানা যাচ্ছে রাতে একটি পাগল রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। তার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ স্থানীয় মানুষের। তাদের অনুমান রাত্তির বেলা সেই এই আগুনটা লাগিয়ে দিতে পারে। যদিও তা নিয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায় নি।
Home জেলা