রাতের অন্ধকারে ঠ্যালা গাড়িতে করে পাচার করা হচ্ছিল চোরাই শাল কাঠ
রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে ঠ্যালা গাড়িতে করে পাচার করা হচ্ছিল চোরাই শাল কাঠ। আর এই খবর পৌঁছয় বনোদপ্তরের কাছে।শেষমেষ গাড়ি সমেত কাঠ উদ্ধার করলো বনবিভাগের কর্মীরা। চোরাই কাঠ উদ্ধার করা সম্ভব হলেও, কাঠ মাফিয়ারা পালিয়ে যাওয়ায় তাদের ধরতে পারেনি বনকর্মীরা।এই সাফল্য পেল চালসা রেঞ্জের বনকর্মীরা। বনদপ্তর সূত্রে খবর,বুধবার রাতে কাঠ ভর্তি ওই ঠ্যালা খরিয়ার বন্দর জঙ্গল হয়ে মাথাচুলকা আসার কথা ছিল।সেই অনুযায়ী বিট অফিসার মনুয়ার হোসেনের নেতৃত্বে বনকর্মীরা রাত্রে ওত পেতে ছিল।রাত প্রায় আড়াই টা নাগাদ বনকর্মীরা তাদের পিছন দিক থেকে ধাওয়া করে।বনকর্মীদের ধাওয়া বুঝতে পেরে ঠ্যালা গাড়ি সমেত কাঠ রেখে পালিয়ে যায়। বনকর্মীরা কাঠ ভর্তি গাড়ি রাত্রেই নিয়ে আসে চালসা ফরেস্ট ক্যাম্পে।চালসার রেঞ্জার শুভেন্দু দাস বলেন,উদ্ধার হওয়া শাল কাঠের বাজার মূল্য দুই লক্ষ টাকা এবংএই ধরনের অভিযান চলতেই থাকবে।