রিপোর্ট: দেবপ্রিয়া দত্ত।
বনগাঁ: রাতের অন্ধকারে নষ্ট করা হলো জমির ফসল, পাওয়া গেলো কাটা আঙুল।চাঞ্চল্যকর পরিস্থিতি উঃ ২৪ পরগনার সুকপুকুরিয়া গ্রামে।
রাতের অন্ধকারে প্রায় একবিঘা জমির বেগুনগাছ কেটে ফেলার অভিযোগ উঠলো উঃ ২৪ পরগনা জেলার বনগাঁ থানার সুকপুকুরিয়া গ্রামে। এরপরই গ্রামের লোকেরা মাঠে গেলে সেই কাটা বেগুন গাছের মধ্যেই পরে থাকতে দেখে একটা কাঁটা আঙুল। আর সেই ঘটনাতেই চাঞ্চল্যকর পরিস্থিতি গোটা এলাকায়। সূত্র থেকে যা জানা যাচ্ছে মিজানুর মন্ডল নামে গ্রামেরই এক বাসিন্দা সেখানে চাষ করতেন। কিছুদিন আগেই তিনি মনিগ্রাম চাষের মাঠে প্রায় ১ বিঘা জমিতে বেগুন ছাড়া পোতেন। এরপর ফলন ও ভালো হয়েছিলো। আজ বুধবার ভোরে তিনি যখন জমিতে বেগুন তুলতে যান তখনই দেখেন জমির সব গাছ কেও রাতের অন্ধকারে কেটে ফেলেছে। আর সেই কাটা গাছের মধ্যে কাঁটা আঙুল দেখার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরই তিনি বনগাঁ থানাতে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।