রাতের অন্ধকারে সমস্ত পান গাছের গোড়া কেটে দাওয়ায় এক ভাগ চাষী তিন লক্ষ টাকার ক্ষতি।

রাতের অন্ধকারে সমস্ত পান গাছের গোড়া কেটে দাওয়ায় এক ভাগ চাষী তিন লক্ষ টাকার ক্ষতি।

রাতের অন্ধকারে পানের বরজের সমস্ত পান গাছের গোড়া কেটে দাওয়ায় জন্য রামপ্রসাদ নন্দী নামে এক ভাগ চাষী তিন লক্ষ টাকার ক্ষতি হয়।কৃষ্ণগঞ্জ ব্লক এর তালদা গ্রামের এক পান চাষীর পানের বরজে গতকাল রাতে কে বা কারা প্রায় তিন হাজার পান গাছের গোড়া কেটে দিয়েছে।প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে এসে দেখেন বরোজের এই অবস্থা ,নতুন করে আবার পান চাষ করতে গেলে তিন লক্ষ টাকার দরকার এমনিতেই পরের জমিতে বাৎসরিক লিজ নিয়ে চাষ করতেন এখন বাজারের ধার কিভাবে শোধ হবে নতুন করে চাষ শুরু করা খুব সমস্যা বলে জানালেন প্রতিবেশী থেকে বোরজের মালিক রামপ্রসাদ নন্দী। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তার তদন্ত করে দেখুক পুলিশ প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =