রাতের অন্ধকারে সোনারপুরের গঙ্গাজোয়ারায় ভস্মীভূত হয়ে গেল ৮/৯টি দোকান।
ভোররাত ৩টা নাগাদ আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। দোকানের মালপত্র পুড়ে গিয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও নরেন্দ্রপুর থানার পুলিশ। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। একটি প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে এই গন্ডগোলের সুত্রপাত বলে মনে করা হচ্ছে। প্রাচীরটিও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।