রাতের ট্রেনে রানাঘাট থেকে পাচার ৪২ বোতল দামী বিদেশি মদ, গ্রেফতার ১
রানাঘাট থেকে পায়রাডাঙায় নিয়ে যাওয়া হচ্ছিলো সেই বোতল গুলি।গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট জি.আর.পি এক ব্যক্তি সহ সেই মদের বোতলগুলি উদ্ধার করে।উদ্ধার হওয়া মদের মূল্য ২ লক্ষ টাকার অধিক।জানা গেছে ৪ টে পেটিতে করে রতন সিং নামে কাঁচরাপাড়া কাপার বাসিন্দা এক ব্যক্তি ট্রেনে মদের বোতল গুলি তোলার সময় জি.আর.পি পুলিশ তাকে পাকরাও করে। জনি ওয়াকার গ্রিন লেবেল মদ, প্রতি বোতল ১ লিটারের।যার এক একটি বোতলের মূল্য ৫ হাজার টাকার বেশি। পুলিশি জেরায় ধৃত ব্যক্তি জানিয়েছে ২০০ টাকার বিনিময়ে সে রানাঘাট থেকে পায়রাডাঙা অবিধি পৌঁছানোর দায়িত্ব নিয়েছিল।জদিও এই তথ্য মানতে নারাজ রেল পুলিশ।এর পেছনে বড় মাথা রয়েছে বলে অনুমান তাদের।ধৃতকে শনিবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। সাধারণ মদের দোকানে ১ লিটারের মদ পাওয়া যায় না,তবে ১ লিটারের বোতলের দামী মদ কোথা থেকে এলো তার তদন্ত চালাচ্ছে রেল পুলিশ। রানাঘাটে এই মদ কোথা থেকে এলো সেটিও আবগারি দপ্তরের দেখা উচিত।