গঙ্গাসাগর মেলার জন্য এবার ১২টি থ্রু ট্রেন চালাবে শিয়ালদা ডিভিশন। শিয়ালদা, কলকাতা, নামখানা ও কাকদ্বীপ থেকে বিভিন্ন দিকে চলবে এই ট্রেনগুলি। ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই ট্রেনগুলির পাশাপাশি আরও তিনটি প্রতিদিন চলাচলকারী ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত করা হচ্ছে। ১২টি ট্রেনের মধ্যে তিনটি কলকাতা থেকে, ২টি নামখানা থেকে, ৫টি লক্ষ্মীকান্তপুর ও কাকদ্বীপ থেকে একটি করে এই বিশেষ গ্যালপিং ট্রেন চলবে। ভিড়ে যাত্রীদের টিকিট কাটতে যাতে অসুবিধার মুখে পড়তে না হয়, সেজন্য নামখানাতে বাড়তি আরও দু’টি কাউন্টার খোলা হবে।

আগামী ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সাগরদ্বীপে বসবে গঙ্গাসাগর মেলা। রাজ্যের পাশাপাশি গোটা দেশের অধিকাংশ পুণ্যার্থী ভিড় জমান মেলায়। কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে বলেই আশা প্রশাসনের। সেই অনুযায়ী কঠোর সতর্কতাও নেওয়া হচ্ছে। বিশেষত অনুপ্রবেশ আতঙ্কের মাঝে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে প্রশাসনের তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + one =