রাত হলেই গাঁজার ঠেক,অতিষ্ঠ হয়ে অভিযুক্তদের তালা আটকে গাঁজার ঠেকে ভাঙচুর গ্রামবাসীদের।

এবার গাঁজার ঠেক ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের কেএম চাঁদপুর এলাকা। স্থানীয়দের অভিযোগ, কেএম চাঁদপুরের বাসিন্দা ফিরোজ মন্ডল দীর্ঘদিন ধরে গ্রামের মধ্যে তার নিজের বাড়িতে রমরমিয়ে গাঁজার ব্যবসা করছিলেন।গ্রামের মধ্যে বহিরাগতদের আনাগোনাও ছিল এর ফলে। সন্ধ্যা নামলে বাড়ির মহিলা এবং গ্রামের মেয়েরা বাইরে বেড়োনো একপ্রকার বন্ধ হয়েই গেছিল। একাধিকবার প্রতিবাদ করেও কোনো সুরাহা হয়নি। মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ বহিরাগত কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ফিরোজের গাঁজার ঠেকে আসে।ফিরোজের কাছে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বচসা বাঁধে।চেঁচামেচিতে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে ওঠে। তারা প্রতিবাদ করতে গেলে বহিরাগত দুস্কৃতী এবং ফিরোজের লোকজন গ্রামবাসীদের উপর চড়াও হয় এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি দেয়।আর তখনই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।অভিযুক্তদেরকে ঘরের মধ‍্যেই তালা আটকে রেখে ওই গাঁজার ঠেকে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার বিশাল পুলিশবাহিনী।ঘটনাস্থল থেকে অভিযুক্ত ফিরোজ পালিয়ে যায় এবং বাকি বহিরাগতদের পুলিশ আটক করে। ঘটনার জেরে মধ্যরাতে চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের কেএম চাঁদপুর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − three =