রানাঘাটে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত বাবা
দীর্ঘদিন ধরে ধর্ষণ নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়ার পর নিজের বাবার বিরুদ্ধে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত সঞ্জয় মল্লিক। রানাঘাট থানার নিউ সি আর আই এলাকার বাসিন্দা সঞ্জয় মল্লিক দীর্ঘদিন তার নিজের মেয়েকে ধর্ষণ করে, এরপর ন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। সঞ্জয়ের স্ত্রী রিতা মেয়েকে সঞ্জয়ের কাছে রেখে, বছর দশেক আগে সঞ্জয় কে ছেড়ে অন্যত্র থাকতে শুরু করে, দুমাস আগে ঋতা মল্লিক হাবরা থানা চোংদা অম্বিকা চক্রবর্তী সরণি এলাকায় ভাড়া থাকতে শুরু করে। সেখানে ২ সপ্তাহ আগে ১৪ বছরের নাবালিকা মেয়ে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় মায়ের কাছে ছুটে আসে, সেখানেই ডাক্তারি পরীক্ষা করার পর জানা যায় ওই নাবালিকাব ৯ মাসের অন্তঃসত্ত্বা। নিজের নাবালিকা মেয়েকে জিজ্ঞাসা করলে রিতা জানতে পারে তার নিজের বাবা প্রায় তিন বছর ধরে ধর্ষণ করে। কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দেয় বলে দীর্ঘদিন যন্ত্রণা সহ্য করে এসেছে।
সোমবার হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। ঘটনা তদন্তে নেমে রানাঘাট থানা এলাকা থেকে অভিযুক্ত সঞ্জয় মল্লিক কে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। ধৃতকে সোমবার বারাসত আদালতে পাঠানো হয়।
