রানাঘাটে ভ্যাকসিন নিয়ে কালোবাজারির অভিযোগ
করোনার ভ্যাকসিন না পাওয়ায় বিক্ষোভে ফেটে পরে রানাঘাট কুপার্স ক্যাম্প এরিয়া অথরিটির এক নম্বর ওয়ার্ডের বাসিন্দাদারা। নিজেদেরকে তৃণমূল কর্মী বলে দাবি করেন ওই এলাকার বাসিন্দারা এবং ভ্যাকসিন না পাওয়ায় রানাঘাট কুপার্স ক্যাম্প এরিয়া অথরিটির সামনে বিক্ষোভ দেখান । ওই অঞ্চলের বাসিন্দারা জানান যে , ভ্যাকসিন নিয়ে কালোবাজারি চলছে এবং নিজের খুব কাছের মানুষকে ভ্যাকসিন পাইয়ে দেওয়ার অভিযোগ আনেন তৃণমূল কাউন্সিলর অশোক সরকারের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই এলাকার তৃণমূল কর্মী ও নাগরিকবৃন্দ পোস্টারিং করেছেন যে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি হচ্ছে, এলাকার বহু মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না এবং কালোবাজারি করে ভ্যাকসিন বিক্রি করে দেওয়া হচ্ছে। যদিও কাউন্সিলর অশোক সরকার দাবি করেন যে বিজেপির সঙ্গে হাত করেই তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন