রানাঘাট পুরসভার প্রশাসকের পদ থেকে ইস্তফা পার্থ সারথি চট্টোপাধ্যায়ের।

রানাঘাট পুরসভার প্রশাসকের পদ থেকে ইস্তফা পার্থ সারথি চট্টোপাধ্যায়ের।

রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পার্থ সারথি চট্টোপাধ্যায়ের অবস্থান নিয়ে কয়েকদিন ধরেই চলছিল জল্পনা।সমস্ত জল্পনা কাটিয়ে রাজনৈতিক মহলের প্রত্যাশা মতই বুধবার রানাঘাট পুরসভার প্রশাসকের পদ থেকে ইস্তফা দিলেন রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পার্থ সারথি চট্টোপাধ্যায়।প্রসঙ্গত গত সোমবার পার্থ সারথি চট্টোপাধ্যায়কে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির পদ থেকে অপসারিত করে তৃণমূল কংগ্রেস।এরপরই বুধবার রানাঘাট পুরসভার প্রশাসকের পদ থেকেও ইস্তফা দেন তিনি।বুধবার রানাঘাট পুরসভায় গিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসার বিপুল চক্রবর্তীর হাতে তার পদত্যাগ পত্র তুলে দিলেন পার্থ বাবু।এদিন পদত্যাগ পত্র জমা দিয়ে পার্থবাবু বলেন,”যেভাবে কোনো শোকজ নোটিস না দিয়েই আমার বিরুদ্ধে দল যা করেছে তাতে আমি অপমানিত বোধ করছি। তাই আজ পুর প্রশাসকের পদ থেকেও ইস্তফা দিলাম।জানি অনেকের ওই চেয়ারে বসার লোভ আছে,এবার তারা বসুক।” বুধবার পার্থ সারথি বাবুর সমর্থনে বহু মানুষ জমায়েত হয়েছিলেন পুরসভা প্রাঙ্গনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × one =