রানাঘাট রেল স্টেশনের ওভারব্রিজ ভেঙে যাওয়ায় চরম বিপাকে রেল যাত্রীরা।
সূত্রের খবর,রানাঘাট রেল স্টেশনের বিভিন্ন প্লাটফর্মের সাথে যোগাযোগকারী ও রানাঘাট পূর্ব ও পশ্চিম পাড়ের মধ্যে সংযোগকারী ওভার ব্রিজের কয়েকটি স্ল্যাব মঙ্গলবারে রাতে হঠাৎই ভেঙে পড়ে।আর এরপরেই মানুষের নিরাপত্তার স্বার্থে বুধবার থেকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিজটি।আর গুরুত্বপূর্ণ এই ব্রিজ বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই ব্যাপক সমস্যায় পড়েছেন পূর্ব পাড় থেকে স্টেশনে আসা রেলযাত্রীরা।ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে মেরামতির কাজ শুরু করা হয়েছে।