রানাঘাট ১ নম্বর ব্লকে ৮০০ বিঘার একটি জলাশয় বাঁচাতে ডেপুটেশন।

নদীয়ার রানাঘাট ১ নম্বর ব্লকের হবিবপুর ও নোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৮০০ বিঘা আমদা বিল অবৈধভাবে লিজ দেওয়ার বিরুদ্ধেই এদিন স্থানীয় বাসিন্দারা রানাঘাট ১ নম্বর ব্লকের একটি ডেপুটেশন জমা দিলেন ও দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন।স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই আমদাবিলকে কেন্দ্র করে বেঁচে রয়েছে ৫০০ টিরও বেশি মৎস্যজীবী পরিবার।যে পরিবারগুলোর স্থায়ী সম্পত্তি বলে কিছুই নেই, যারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।

তাদের নির্ভর ওই আমদার বিল। সকাল হলেই প্রতিটি পরিবার মাছ, কাঁকড়া এবং গুগলি ধরেই তা বিক্রি করে যা আয় হয় তাই দিয়ে সংসার চালায়। সেই আমদার বিলের উপর নজর পড়েছে শাসক দলের ,এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের একাংশের।তাই তারা এদিন বিডিও অফিসের সামনেই দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো ও একটি স্মারকলিপি জমা করেন ব্লক আধিকারিকের নিকট।যদিও ব্লক আধিকারিক স্মারকলিপি নেবার পর তিনি জানান বিষয়টি খতিয়ে দেখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 9 =