রানীগঞ্জে নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ

 

কোন খরচ ছাড়াই মেয়ের বিয়ে হবে এই আশা নিয়ে বছর ১৬ এক নাবালিকাকে বিয়ে দিতে যাচ্ছিল নিম্নবিত্ত এক পরিবার। কিন্তু ওই নাবালিকা ছাত্রীর পড়ার প্রতি অদম্য ইচ্ছায় ও ভবিষ্যতে কিছু করার লক্ষ্যে নাবালিকা মেয়েটিকে বিয়েতে রাজি করাতে পারলো না মা বাবা। শেষমেষ নাবালিকা নিজেই পঞ্চায়েত সদস্যদের কম বয়সে তার বিয়ে দেওয়া হচ্ছে, এ বিষয়টি জানিয়ে দিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়। নাবালিকার জোর করে বিয়ে দেওয়ার এই খবর পাওয়ার পরপরই পুলিশ প্রশাসন ও সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিকেরা চাইল্ড লাইন দপ্তরের বিশেষ দলকে নিয়ে মঙ্গলবার দুপুরে অতর্কিতে ওই নাবালিকার বাড়ি পৌঁছে সতর্ক করলেন ওই নাবালিকার পরিবারকে।ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশ।ওই নাবালিকার বাবা মা কে কম বয়সে যেন বিয়ে দেওয়া না হয় ওই ছাত্রীর । সেই কারণে তার জন্য মুচলেকা লিখিয়ে দিয়ে পুলিশি নজরদারিতে রাখার ব্যবস্থা করেন। মঙ্গলবার এমনই বিষয় লক্ষ্য করা গেল যে রানীগঞ্জের জেমেরি গ্রাম পঞ্চায়েতের নিমচা গ্রামের, মল্লিকপাড়া এলাকায়। বিডিও অভিক ব্যানার্জী জানিয়েছেন মেয়েটির আগামী দিনের লেখা পড়ার সার্বিক বিষয়গুলি নিয়ে তারা সহায়তা করবেন। এছাড়াও যেন অন্য কোন দিকে ওই ছাত্রীর অসুবিধা না হয় তার দিকেও লক্ষ্য রাখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × four =