রামপুরহাটে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। গোপন সুত্রে খবর পেয়ে এদিন সকালে একটি পরিত্যক্ত বাড়িতে হানা দেয় রামপুরহাট থানার পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে জিলেটিন স্টিক।
এদিন সকালে ঝাড়খণ্ড লাগোয়া রামপুরহাট থানার হস্তিকান্দা ও মাসরা গ্রামের মাঝে জঙ্গল লাগোয়া একটি পরিত্যক্ত বাড়িতে হানা দিয়ে বিস্ফোরকগুলি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ৬ হাজার ৪০০ পিস জিলেটিন স্টিক। বিস্ফোরক মজুতের অভিযোগে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কে বা কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলি মজুত করে রেখেছিল তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান পাথর খাদানে পাথর ফাটানোর জন্য জিলেটিন স্টিকগুলি আনা হয়েছিল। তবে অনুমতি না থাকায় জঙ্গলে পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে রাখা হয়। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।