রামপুরহাট পুলিশের হাতে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ জেলোটিন স্টিক।
গভীর রাতে পুলিশ তদন্ত চালিয়ে রদিপুর এলাকায় বিপুল পরিমাণ জেলোটিন স্টিক উদ্ধার করে।এই ঘটনায় বিন্দু মন্ডলকে পুলিশ গ্রেফতার করে। এদিন রামপুরহাট আদলতে ধৃত অভিযুক্তকে তোলা হয়।অভিযুক্তের বিস্ফোরক পদার্থ মজুত রাখার মামলা রুজু করা হয়েছে।পুলিশ সুত্র মারফত জানা গেছে,বিন্দু মন্ডলের গোয়াল ঘর থেকে প্রায় হাজারের বেশি সংখ্যক জেলোস্টিক উদ্ধার হয়।প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হলে প্রচুর অসঙ্গতি মেলে ধৃত বিন্দুর কাছ থেকে।কেন এত পরিমাণ বিস্ফোরক মজুত করেছিল তা নিয়ে প্রশ্ন করা হয়।কেনো উত্তর দেয়নি অভিযুক্ত।
একইসঙ্গে পুলিশ চুরি যাওয়া বহু মূল্যের মোবাইল উদ্ধার করে।সেটি অভিযোগকারীর হাতে তুলে দেন পুলিশ।
