রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের এক্স-রে রুমে জল। বন্ধ এক্স-রে ও স্ক্যান পরিষেবা। পরীক্ষা করাতে এসে ফিরে যাচ্ছেন রোগীরা। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি টাকা দিয়ে স্ক্যান ও এক্স-রে করাতে হচ্ছে বলে অভিযোগ রোগী ও তাঁদের পরিবার-পরিজনের। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আগেও এক্স-রে রুমে জল ঢুকত।
বৃষ্টির জলের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চার দিন ধরে বন্ধ সিটি স্ক্যান। এবং গতকাল থেকে বন্ধ এক্স রে মেশিন বিপাকে রোগী থেকে রোগীর আত্নীয়রা। সাইন বোর্ড দিয়ে লিখে দেওয়া হয়েছে জলে ডুবে থাকার জন্য এক্স রে মেশিন বন্ধ।