রামপুরহাট রেলের দখলদারীদের দখল মুক্ত করার জন্য নোটিশ দেওয়ার পরিপ্রেক্ষিতে রামপুরহাট শহর আইএনসিটিইউসি(INTTUC)-র পক্ষ থেকে রামপুরহাট রেলস্টেশনের বাইরে রেলের জমি দখলদারীদের নিয়ে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ এবং রেলস্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হয়।প্রসঙ্গত উল্লেখ্য,রামপুরহাট ১ নম্বর ওয়ার্ড এবং ১৪ নম্বর ওয়ার্ডে বেশ কিছু দুঃস্থ গরিব মানুষ দীর্ঘদিন ধরে ঝুপড়ি করে বসবাস করছেন।ছোট ছোট দোকান করে তাদের রুজি রোজগার চালাচ্ছেন। হঠাৎ করে দুদিন আগে তাদের দেওয়ালে বেশ কিছু নোটিশ লাগিয়ে দেওয়া হয়।যাতে লেখা আছে আগামী ৫ই সেপ্টেম্বর রেলের জমি দখলদারি মুক্ত করতে হবে,না হলে ৬ ই সেপ্টেম্বর রেল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবার রামপুরহাট শহর আইএনটিটিইউসির পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় যদি উচ্ছেদ করতে হয় তাহলে তাদের পুনর্বাসন দিতে হবে।ঝুপড়ি উচ্ছেদ করা যাবে না আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তারপর তাদের উচ্ছেদ করা যাবে। রামপুরহাট শহর আইএনটিটিইউটিসির সভাপতি আব্দুর রাকিব ডেপুটেশন দেন রেল আধিকারিককে।ডেপুটেশনে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির সভাপতি আব্দুর রেকিব, এক নম্বর ও ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − three =