আবারো লোকালয়ে কুমির আতঙ্ক ছাড়ার রায়দিঘিতে। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘি পঞ্চায়েতের ২৩ ও ২৪ নম্বর লাটের সংযোগস্থলে মণি নদীতে । মঙ্গলবার সকালে রাধানাথ পুরকাইত নামে এক ব্যক্তির ফিশারি বাঁধে আস্ত একটি দৈত্যাকার কুমিরকে রোধ পোয়াতে দেখা যায়। স্থানীয়রা কুমির দেখে আতঙ্কিত হয়ে পড়ে। দৈত্যাকার কুমিরটি দৈর্ঘ্য ৭ থেকে ৮ ফুট । কুমির দেখতে মুহূর্তের মধ্যে নদীর পাড়ে ভিড় জমায় এলাকাবাসীরা। সম্প্রতি বেশ কয়েকদিন আগে রায়দিঘির মনি নদীতে কুমির দেখতে পায় গ্রামবাসীরা। লোকালয়ে কুমির দেখতে পাওয়াতে মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। খবর দেয়া হয় বনদপ্তরে। বনদপ্তর এর আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছয়। বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় কুমিরটিকে আবার পুনরায় নদীতে ফেরত পাঠাতে সক্ষম হয় বনদপ্তরের আধিকারিকেরা। বারবার কুমির লোকালয়ে ঢুকে পড়ার ঘটনায় ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মনে।