রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গ্রাহকদের বিক্ষোভ
বসিরহাট মহাকুমার ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ইন্টিডা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে কয়েকশো ব্যাংকে আমানতকারী প্রতারিতদের ব্যাংকের মধ্যে ঢুকে অবস্থান বিক্ষোভ। সোমবার সকাল এগারোটা নাগাদ ব্যাংক খুলতেই কয়েকশো প্রতারিত গ্রাহক টাকা ফেরতের দাবিতে ব্যাংকের ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের আমানত করা জমানো অর্থ ফেরত চাই, ম্যানেজারের সামনে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে। গত কয়েক বছর ধরে কেউ কৃষক দিনমজুর , ১০০ দিনের কাজের টাকা আবার কেউ পরিচারিকার কাজ করে কিংবা ভিক্ষাবৃত্তি করে জমানো অর্থ এই ব্যাংকে গ্রাহক পরিষেবা কেন্দ্রের মাধ্যমে জমা দিয়েছিলেন বেশ কয়েক লক্ষ টাকা, এই ব্যাংকে আমানত করেছিল । প্রতারিতদের অভিযোগে ভিত্তিতে গত ২০২০ সালের ১৬,ই ডিসেম্বর মাসে ইতিমধ্যে প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার সাগ্নিক জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। এখন জেল হেফাজতে বিচারাধীন রয়েছে ওই ব্যাঙ্ক ম্যানেজার। পুলিশ তদন্ত শুরু করেছে ,কিন্তু প্রতারিত গ্রাহকরা দ্রুত তাদের জমানো অর্থ ব্যাংক ফেরত না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবেন বলে জানিয়েছেন ।