আগামী ৮ ই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের নদীয়া সফরে আসছেন। ৯ই নভেম্বর দুপুরে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে দলীয় সভা রয়েছে তার। পাশাপাশি ৮ই নভেম্বর তিনি সার্কিট হাউসে থাকবেন রাত্রি বাস করবেন। ৯ নভেম্বর দলীয় সভা শেষ করে তিনি ফিরে যাবেন সার্কিট হাউসে।সেখানে রাত্রি বাস করবেন বলে জানা যাচ্ছে।পরের দিন ১০ই নভেম্বর রানাঘাট হবিবপুর ছাতিমতলার মাঠে প্রশাসনিক বৈঠক সেরে তিনি ফিরে যেতে পারেন বলে খবর। মুখ্যমন্ত্রী সফর ঘিরে প্রশাসনিক এবং পুলিশ তৎপরতা তুঙ্গে।
প্রসঙ্গত,৮ ই নভেম্বর নবদ্বীপের রাস উৎসব রয়েছে।শান্তিপুরের রাস ৯ নভেম্বর এবং ১০ নভেম্বর ভাঙা রাস শান্তিপুরে।রাস উৎসবে তিনি যোগ দেবেন কিনা সে দিকেই থাকবে নজর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + eleven =