রাসে বাজনা সহ শোভাযাত্রা নবমী প্রথার দাবিতে বিক্ষোভ স্থানীয় যুবক যুবতীদের।পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ।নদিয়ার নবদ্বীপে আসন্ন রাস উৎসবে শোভাযাত্রা সহকারে নবমী করা যাবে না।গত কয়েক দিন আগেই নবদ্বীপ থানার উদ্যোগে রাস উৎসব নিয়ে সমন্বয় সভা করে প্রশাসনের এটাই নির্দেশ বলে জানানো হয়।উল্লেখ্য,গত দু বছর করোনার কারণে পুজোতে বেশ কিছু বিধি নিষেধ থাকার কারনে নবমী ও শোভাযাত্রা বন্ধ ছিল।এবছর সমন্বয় সভায় প্রশাসন জানায় নবমীতে বাদ্যযন্ত্র ও শোভাযাত্রা সহকারে করা যাবে না।যারা নবমী করতে চায় পুজো কমিটির সর্বোচ্চ ৫ জন সদস্য/সদস্যা একটি ঢাক নিয়ে করতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।সম্প্রতি সোস্যাল মিডিয়ায় এই নিয়ে বেশ কিছু পোস্ট হয়।এদিন সন্ধ্যায় এই ঐতিহ্যের নবমী স্বমহিমায় করার দাবীতে নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় বিক্ষোভ দেখানোর কর্মসূচী নেয়।এদিন বিকেল থেকে শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় পুলিশ প্রশাসনের তরফ থেকে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।বিক্ষোভ কারীরা পোড়ামাতলায় আসতেই পুলিশ তাদের ধাওয়া করে ছত্র ভঙ্গ করে।বেশ কিছু সময় পর পুনরায় বিক্ষোভ কারীরা একজোট হয়ে মিছিল করে নবদ্বীপ থানার সামনে গিয়ে বিক্ষোভ করে ও থানার গেটে বসে পরে।কিছু সময় যেতেই নবদ্বীপ থানার পুলিশ ও সিভিক পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ।সামগ্রিক ঘটনায় বেশ কিছু যুবককে আটক করে পুলিশ।সামগ্রিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 4 =