রাস্তায় গাছের গুঁড়ি ফেলে কৃষকদের বিক্ষোভ।
বসিরহাট মহাকুমার বসিরহাট থানার পিফা এলাকায় অবরোধ করল শতাধিক কৃষক পরিবার। তাদের দাবি অবিরাম বৃষ্টির ফলে প্রচুর জল জমে গেছে ধানের জমিতে ,যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবজি ফসল । বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে বসিরহাট ও মালঞ্চ রোড এলাকায় রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন কৃষকরা। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ। কৃষকদের দাবি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের বিভিন্ন জায়গায় অবিরাম বৃষ্টির জল জমে রয়েছে, একদিকে বর্ষাকালীন কৃষি সবজি ফসলের ক্ষতি হবে, অন্যদিকে আমন ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সূর্যের আলো উঠতেই পচন ধরবে সবজি ফসলের। দ্রুত জল নিকাশি ব্যবস্থা না হলে, দুর্গা পুজোর আগে সবজি ফসলের মূল্য হবে আকাশছোঁয়া যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। কৃষকদের এই দাবি শুনতে ঘটনাস্থলে পিফা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলমগীর মন্ডল ঘটনাস্থলে যান, তাদের সব রকম দাবি নিজের কানে শোনেন। এবং সমাধানের আশ্বাস দেন।