রাস্তার ওপর দাউ দাউ করে আগুন
সকাল থেকেই চলছে বৃষ্টি তার মধ্যে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধুপগুড়িতে। ধুপগুড়ি থানা মোড় এলাকায় অবস্থিত ট্রাফিক আইল্যান্ডের পাশে থাকা একটি ট্রান্সফরমারের মধ্যে আচমকাই ধোঁয়া উঠতে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মী এবং আশেপাশের ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে আগুন জ্বলে উঠতে শুরু করে, নিমিশের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বিদ্যুতের খুটিতে, আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যাবসায়ী থেকে পথচারিদের মধ্যে।বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় ধূপগুড়ি থেকে ফালাকাটা গামী সড়কে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন এবং সামান্য দূরে থাকা ট্রাফিক মোরের কর্তব্যরত পুলিশ কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা শহর।এরপর প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়, দিনের বেলা না হয়ে রাতের বেলায় অগ্নিকাণ্ডের ঘটনা যদি ঘটত, তাহলে বড় ধরনের ক্ষয় ক্ষতি হতে পারতো বলে অনুমান স্থানীয় ব্যবসায়ীদের।