বসিরহাটে চারচাকা পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার।
বসিরহাট হাসনাবাদ থানার পার হাসনাবাদ ও লেবুখালী রোডের কালিবাড়ি এলাকার ঘটনা।বছর ৩৮ এর রহিমা বিবি,বাড়ি রুপমারি গ্রাম পঞ্চায়েতের বাইলানি গ্রামে। সোমবার সন্ধ্যে বেলা হাসনাবাদে বাজার করতে আসছিলেন ওই গৃহবধূ। সেই সময় রাস্তা পার হতে গিয়ে উল্টোদিক থেকে আসা একটি চারচাকা গাড়ি সজোরে ধাক্কা মারে ।গুরুতর জখম হয় ওই গৃহবধূ।গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে টাকি গ্রামীণ হাসপাতাল এবং তারপর শারীরিক অবস্থার অবনতি হলে বসিরহাট জেলা হাসপাতালের ভর্তি করলে মঙ্গলবার ভোরে মহিলার মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক চারচাকা গাড়ি তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাস্তা ভালো থাকার জন্য গাড়ির গতিবেগ ছিল বেশি। যার কারণে এই মৃত্যু বলে প্রাথমিক অনুমান প্রত্যক্ষদর্শীদের।