রাহুল গান্ধীর ওপর মামলা দায়ের আসানসোল আদালতের আইনজীবীর।

রাহুল গান্ধীর ওপর মামলা দায়ের আসানসোল আদালতের আইনজীবীর।

আসানসোল আদালতের আইনজীবি পীযুষ কান্তি গোস্বামী রাহুল গান্ধীর নামে মামলা দায়ের করেন।সম্প্রতি এক সংবাদপত্রে রাহুল গান্ধীর বক্তব্য প্রকাশ হয়েছিল, দেশের এই দুর্দশাগ্রস্তের অবস্থার জন্য হিন্দুত্ববাদীরা দায়ী এবং হিন্দুত্ববাদীরা ঘৃণা ছড়ায়।সংবাদপত্রে রাহুল গান্ধী এই মন্তব্য করেন, আর আমি একজন হিন্দুত্ববাদী এবং হিন্দু হিসেবে আমি আঘাত পাই সেই কারণে আমি আসানসোল আদালতে চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে মামলা দায়ের করি বলে জানান আইনজীবী পীযুষ কান্তি গোস্বামী।তার দাবি,এই বিভ্রান্তকর মন্তব্যর জন্যে রাহুল গান্ধীর সাজা হওয়া উচিৎ।আগামী ৩১ শে জানুয়ারী রাহুল গান্ধীর ওপর যে মামলা তার শুনানি হবে এমনটিও জানান মামলাকারী আইনজীবী পীযুষ কান্তি গোস্বামী।অন্যদিকে প্রদেশ কংগ্রেসে কমিটির সম্পাদক প্রসেনজিৎ পুইতুন্ডি বলেন, “আইনজীবীরা সম্মানের কিন্তু ওনার পেশা ঠিক ভাবে চলছে না। আর সেই কারণেই পেপারে আশার জন্য এবং শিরোনামে থাকার জন্যই তিনি এই কাজ করেছেন। আর আমি রাহুল গান্ধীর কথায় একমত।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 3 =