রীতি মেনেই বেলুড় সারদাপীঠে চলছে জগদ্ধাত্রী পুজো,তবে প্রবেশ নিষিদ্ধ দর্শনার্থীদের।

প্রথা মেনে নবমীর ভোরে বেলুড় মঠ সারদাপীঠে শুরু হল ৭৫তম জগদ্ধাত্রী পুজো।নিয়মমতো নবমীতে তিন প্রহরে সম্পন্ন হয় সপ্তমী,অষ্টমী এবং নবমীর পুজো।সোমবার ভোর সাড়ে পাঁচটায় দেবীর প্রাণপ্রতিষ্ঠার পর পূজা শুরু হয়।ইতিমধ্যেই শুরু হয়েছে পূর্বাহ্নের পূজা।সকাল ১১টায় মধ্যাহ্ন পুজো এবং দুপুর ২ টোয় হবে অপরাহ্ন পুজো।বিকেল ৪ টেয় হোম।সন্ধে সাড়ে ছটায় হবে আরতি।এরই মাঝে সকাল ন’টায় হবে পুষ্পাঞ্জলি।করোনাকে মাথায় রেখেই এবারের পুজোতে প্রবেশ নিষিদ্ধ দর্শকদের।কেবলমাত্র সারদাপীঠ ও বেলুড় মঠের সন্ন্যাসীরাই থাকছেন পুজোতে।পুজো হচ্ছে বেলুড়মঠের রীতি মেনে তন্ত্রমতে।পুজো করছেন সন্ন্যাসীরা।থাকছেন ব্রহ্মচারী মহারাজেরাও।রীতি মেনেই আগামীকাল সকালে দর্পণ বিসর্জন ও সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হবে বলেই জানিয়েছেন বেলুড় মঠের পুজো উদ‍্যোক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − six =