রীতি মেনে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজো হলেও হচ্ছে না পুজোকে ঘিরে চলা চার দিনের মেলা।

করোনার অতিমারির কারণে এবার উত্তরবঙ্গের দ্বিতীয় প্রাচীন ও ঐতিহ্যবাহী বোল্লা কালি মাতার পুজো শুধু মাত্র রীতিমেনে পুজো অনুষ্ঠিত হলেও হচ্ছে না এই পুজোকে ঘিরে চলা চার দিনের মেলা।শুধু তাই নয় করোনার সামাজিক দুরত্ব বিধির কারণে এবার পুজোকে ঘিরে যাতে ভক্তসমাগম না হয় সেজন্য আজ ভোর থেকেই পুর্ণার্থী ও ভক্তদের কঠোর সজাগ ছিল জেলা পুলিশ প্রশাসনের টিম। যার ফলে অন‍্যান্য বছর যেখানে বোল্লা বাস স্ট্যান্ড চত্বর থেকে বোল্লা কালি মাতার মন্দির প্রাঙ্গন অবধি দুই কিমি রাস্তা যেখানে ভক্ত ও পুর্ণার্থীদের ভীড়ে গমগম করত।সেখানে এবার একদম প্রায় ফাঁকাই থেকে গেছে।যদিও এদিন দুরদুরান্ত থেকে কিছু ভক্ত ও পুর্ণার্থীরা পুলিশের তিনটি ব্যারিকেডের নাকাচেকিং এড়িয়ে মন্দির প্রাঙ্গনে এসে জড়ো হলেও মন্দির কমিটি ও জেলা পুলিশের কঠোর নির্দেশিকার জন্য পুজো দিতে ও ভোগ নিবেদন কেননা এবার মন্দির প্রাঙ্গন চত্বরে কোন ভোগের দোকানকেই বসতে দেয়নি প্রশাসন।ব্যর্থ হয়ে শুধু মাত্র দূর থেকে মায়ের মূর্তির দর্শন সেরেই তাদের এবার ফিরে যেতে হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 11 =