রেললাইনের সম্প্রসারণ কাজের জন্য, বাতিল করা হলো ১২ জোড়া ট্রেন

রেললাইনের সম্প্রসারণ কাজের জন্য, বাতিল করা হলো ১২ জোড়া ট্রেন

রেল লাইনের কাজের জন্য মালদা থেকে কলকাতা যাওয়ার জন্য ব্যান্ডেল আদি সপ্তগ্রাম এবং মগরা স্টেশনের উপর দিয়ে বয়ে যাওয়া ১২ জোড়া ট্রেন বাতিল করল মালদা রেল কর্তৃপক্ষ। রুট পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের বলে জানিয়েছেন। এদিকে, মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার জানান, হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, তিস্তা তোর্সা এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটে বাজারে এক্সপ্রেস সহ ১২ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। চলতি মাসের ২৭শে মে থেকে ৩০ শে মে পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। অন্যদিকে, ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। তারা বলেন তাদের এক মাস আগে থেকে টিকিট কাটা ছিল কলকাতা যাওয়ার জন্য কিন্তু রেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সেই টিকিট ক্যানসেল করা হয়েছে। তবে ১২ জোড়া ট্রেন বাতিল হওয়াতে যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + ten =