রেলের অফিসার পরিচয়ে রেলে চাকরির প্রতারণা,গ্রেফতার ৩।
রেলের অফিসার পরিচয় দিয়ে রেলে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত প্রমোদনগরের এক বাসিন্দার বিরুদ্ধে।গত ২৩ তারিখ উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানায় এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন,অশোকনগর থানার অন্তর্গত গুমার প্রমোদনগরের বাসিন্দা রঞ্জিত কুমার সিকদার নিজেকে রেলের অফিসার বলে পরিচয় দিয়ে চাকরির জন্য লক্ষাধিক টাকা ঘুষ চায় ওই অভিযোগকারীর কাছে।
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ।তদন্তে নেমে রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বারাইপুর থানা এলাকা থেকে শশাঙ্ক শেখর নস্কর এবং অমল মন্ডল নামে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, চাকরি দেওয়ার নাম করে এবং নিজেদের রেলের অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে তারা কোটি কোটি টাকা প্রতারণা করে আসছে একাধিক মানুষের সাথে।গোটা ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই অভিযুক্তদের সাত দিনের পুলিশ হেফাজতে বারাসত আদালতে পাঠানো হয়েছে।