রেলের ই ইলেকট্রিক সাব স্টেশন আগুন।
হুগলির গোঘাট রেল স্টেশন সংলগ্ন রেলের ই ইলেকট্রিক সাব স্টেশন আগুন। হঠাৎ আগুন দেখতে পায় এলাকার মানুষ খবর দেয় রেল স্টেশনে। রেলের তরফ থেকে দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি করে আগুন লাগল তদন্ত করে দেখছে।
