রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কাটোয়া আজিমগঞ্জ শিবলুন হল্ট স্টেশনে অবরোধ করল এলাকার বাসিন্দারা। সব ট্রেন যাতে এই স্টেশনে দাঁড়ায় সেই দাবিও আছে সঙ্গে।
শিবলুন হল্ট স্টেশন, এই স্টেশনের বেশকিছু গ্রামের সঙ্গে সংযোগকারী স্টেশন শিবলুন হল্ট। এই স্টেশনে কয়েকটি মাত্র লোকাল ট্রেন থামে। বাদবাকি অন্য কোন ট্রেন এখানে দাড়ায় না। লকডাউন এর সময় যে সমস্ত স্পেশাল ট্রেন চলছিল সেই হিসেবে এখনো ভাড়া নিচ্ছে রেল কর্তৃপক্ষ। যাতে ভাড়া কমানো হয় এবং প্রত্যেকটি ট্রেন স্টেশনে দাঁড়ায় সেই দাবিতেই এই হল্ট স্টেশনে অবরোধ করল তৃণমূলের জেলা পরিষদের সদস্য বিকাশ মজুমদারের নেতৃত্বে একদল গ্রামবাসী। প্রায় আধঘন্টা ট্রেন দাঁড়িয়ে থাকার পর কাটোয়া থেকে আরপিএফ ও জিআরপি যাওয়ার পর গ্রামবাসীদের বোঝানোর পর এই অবরোধ ওঠে। তবে তাদের হুঁশিয়ারি আগামী দিনে যদি প্রত্যেকটি ট্রেন না থামে ও ভাড়া যদি কমানো না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি জেলা পরিষদের সদস্য বিকাশ মজুমদারের।
