রেল পুলিশের সাথে হকারদের ধুমধুমার, লাঠিচার্জ রেল পুলিশের, ব্যাপক উত্তেজনা পূর্ব মেদিনীপুরের মেছাদা রেল স্টেশনে।

রেল পুলিশের সাথে হকারদের ধুমধুমার, লাঠিচার্জ রেল পুলিশের, ব্যাপক উত্তেজনা পূর্ব মেদিনীপুরের মেছাদা রেল স্টেশনে।

ফাইনের নামে হামেশাই তোলা আদায় করে থাকে, এমনটাই অভিযোগ হকারদের। তার প্রতিবাদ জানিয়ে বুধবার হাওড়া, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন রেল স্টেশনের হকাররা একজোট হয়ে মেছাদা রেলস্টেশনে বিক্ষোভ দেখায়। হকাররা রেল পুলিশের থানা(জিআরপিএফ) ঘেরাও করে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ উত্তেজনার ফলে প্রাথমিকভাবে রেল পুলিশের আধিকারিকরা তাদের বোঝানোর চেষ্টা চালায়। তাতেও কোন রফা সূত্র না বেরোলে শেষমেষ লাঠিচার্জ করে রেল পুলিশ। তাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছত্রভঙ্গ করে দেওয়া হয় হকারদের। বেশ কয়েকজনকে আটক করে রেল পুলিশ। অভিযোগ আরপিএফ যখন তখন পাঁচশো, হাজার, দেড় হাজার টাকা অকারণে ফাইন কাটছে এবং হকারদের উপর দিনের পর দিন মামলা করে চলেছে। লাঠিচার্জ করে হকারদের হটিয়ে দিলেও ফের সংগঠিত হয় আরও বিভিন্ন জায়গার হকাররা। পরিস্থিতি বেসামাল বুঝে খড়গপুর থেকে আনা বিশাল পুলিশ ফোর্স। এই বিষয় নিয়ে রেল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − four =