পঞ্চম বারের জন্য রেল কর্তৃপক্ষ থেকে দক্ষিণেশ্বরে সবচেয়ে বড় রেল বস্তি সেই রেল বস্তি উচ্ছেদ করতে এসে আজও রেল কর্তৃপক্ষকে ফাঁকা হাতে ফিরতে হলো বস্তিবাসীদের প্রতিবাদের মুখে পড়ে রেল কর্তৃপক্ষকে ফিরতে হলো এখন দেখার বা অপেক্ষায় থাকা রেল কর্তৃপক্ষ আগামী দিনে কোন পথে আগায় পৌর প্রতিনিধি সহ এলাকার মানুষের দাবি রেল কর্তৃপক্ষ রাজ্য সরকারের সাথে আলোচনা করে জায়গা দিক আমরা ঘর করে দেব আমরা পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে দেওয়া যাবে না রাজ্য সরকার বলছে জায়গা দিয়ে পুনর্বাসন দিয়ে এই উচ্ছেদ করতে পারবে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে এদেরকে আলোচনার মধ্যে দিয়ে ছেদ করার বা এই অঞ্চল থেকে তাদেরকে তুলতে হবে।
রেল বস্তি উচ্ছেদের বিরুদ্ধে রেল বস্তি বাসিন্দাদের আন্দোলনের উপস্থিত হলেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। তিনি উপস্থিত হয়ে রেল বস্তি উচ্ছেদের আন্দোলনকারী মহিলাদের সামনে দাঁড়িয়ে এবং উপস্থিত মানুষের সামনে দাঁড়িয়ে বলেন পুনর্বাসন না দিয়ে কোনো রকমে রেল বস্তি উচ্ছেদ করা যাবে না আমি ডি আর এম এর সাথে যোগাযোগ করেছি আমাদের রাজ্য সরকার উচ্ছেদের বিরুদ্ধে পুনর্বাসন ছাড়া কোন রকমে উচ্ছেদ করা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =