রেল লাইনের উপরে বসে মোবাইলে কথা বলায় দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস এ কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের।

রেল লাইনের উপরে বসে মোবাইলে কথা বলায় দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস এ কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের।

দুপুর ১২.৬ মিনিটে দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে যখন তমলুকের পদুমবসান গ্রাম পাশ করছিল সেই সময় আপ লাইন দিয়ে হলদিয়ার দিকে একটি মালগাড়ি যাচ্ছিল, সেই সময় ডাউন লাইনে বসে মোবাইল নিয়ে হেডফোনে কথা বলছিল ওই যুবক। মালগাড়ি যাওয়ার জন্য আওয়াজ হচ্ছিল সেই সময় দুরন্ত গতিতে ছুটে আসছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস। যুবকটি তাম্রলিপ্ত এক্সপ্রেসের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় দেহটি। যদিও যুবকটি পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে রেল পুলিশ। বারে বারে হেডফোনে রেল লাইনের উপরে দাঁড়িয়ে কথা বলায় দুর্ঘটনা ঘটেই চলেছে। মানুষ যতদিন না সচেতন হয় ততদিন এভাবেই দুর্ঘটনা ঘটে চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + nine =