রেল লাইনে যুবক যুবতীর মৃতদেহ উদ্ধার , এলাকায় চাঞ্চল্য

রেল লাইনে যুবক যুবতীর মৃতদেহ উদ্ধার , এলাকায় চাঞ্চল্য

পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রেল ডিভিশনের অন্তর্গত সীতারামপুর রেল স্টেশনের পশ্চিম কেবিনের কাছে আপ স্লো মেন লাইনের ওপর বৃহস্পতিবার সকালে জোড়া মৃত দেহ উদ্ধার করলো সীতারামপুর রেল পুলিশ। ঘটনার সূত্রে জানাযায় সীতারামপূরের পশ্চিম কেবিন সংলগ্ন আপ ও স্লো মেনলাইনা এক যুবক যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।আনুমানিক যুবকের বয়স ২৭ এবং যুবতীর বয়স ২২ বলে অনুমান করছে পুলিশ । তবে এখনও পর্যন্ত মৃত যুবক যুবতীর কোন পরিচয় পাওয়া যায়নি । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সীতারামপুর রেল পুলিশ ঘটনাস্থল থেকে যুবক যুবতীর মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। তবে রেল পুলিশের অনুমান যে লাইন পারাপার করার সময় রেলে কাঁটা পড়ে মৃত্যু হয়েছে ওই দুই জনের তবে এই ঘটনা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তার সব দিকই খতিয়ে দেখছে রেলপুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − nine =