রেষারেষি করতে গিয়ে দুটি বাসে মুখোমুখি ধাক্কা ।

রেষারেষি করতে গিয়ে দুটি বাসে মুখোমুখি ধাক্কা ।

বৃহস্পতিবার অফিস টাইমে সকাল ৯-৩০ মিনিট নাগাদ হাওড়া ব্রিজের উপর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় বাসের চালক সহ বেশ কয়েকজন যাত্রী জখম হন। রেষারেষি করতে গিয়েই ঘটনাটি ঘটে। বাসের মধ্যেই আটকে ছিলেন চালক।বাসের মধ্যে আটকে ছিল চালক। বাসের গেট ভেঙে চালককে উদ্ধার করা হয়েছে। আহত বেশ কয়েকজন যাত্রীকে চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে আনা হয়। জানা যায় শিয়ালদহ থেকে হাওড়া আসছিলো বাসটি। সিভিক কর্মীর তৎপরতায় ড্রাইভারের প্রাণ বাঁচলো।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =