লকডাউনের জেরে বিপর্যস্ত পর্যটন, সমস্যায় হোটেল ব্যবসায়ী থেকে নৌকার মাঝি।

লকডাউনের জেরে বিপর্যস্ত পর্যটন, সমস্যায় হোটেল ব্যবসায়ী থেকে নৌকার মাঝি।

করোনা আবহে একাধিক বিধি-নিষেধের জেরে ব্যবসা-বাণিজ্য থেকে শিল্প সর্বত্রই আর্থিক সংকট দেখা দিয়েছে। মন্দা দেখা দিয়েছে ব্যবসা-বাণিজ্যে।বাদ পড়েনি পর্যটন ব্যবসাও।ভারতবর্ষের পর্যটন মানচিত্রে টাকি এক অন্যতম পর্যটন কেন্দ্র।বছরের বিভিন্ন সময়ে বিশেষ করে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের বিনোদনের অন্যতম জায়গা হল টাকি। ইছামতীর পাড় ঘেঁষে সারি সারি সরকারি-বেসরকারি গেস্ট হাউস,তার পাশেই ছোট ছোট পার্ক ,একটু এগিয়ে গেলেই বাদাবন।আর ওই বাদাবনের নাম দেওয়া হয়েছে মিনি সুন্দরবন।সেখানে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ দেখা যায় যেগুলি গভীর সুন্দরবন জঙ্গলেও দেখতে পাওয়া যায়।
যেখানে সব সময় বিশেষ করে ছুটির মরসুমে শুধু যে বসিরহাট তা নয় ,রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসে তাদের অবসর যাপনে।টাকির বিভিন্ন উদ্যান গুলো আজ প্রায় শূন্য স্থানে পরিণত হয়েছে।উদ্যান গুলো আজ চাতক পাখির মতো চেয়ে রয়েছে কবে আবার ভরে উঠবে পর্যটকের ভিড়ে।পর্যটকদের আশায় দিন গুনছে এই এলাকার ব্যবসায়ীরা।
টাকির পর্যটন শিল্পের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত কয়েক হাজার পরিবার। লকডাউন উঠে গেলে আবার তারা স্বমহিমায় ব্যবসা করতে পারবে নিজেদের জীবন যাপন করতে পারবে এই আশায় বুক বাঁধছে টাকি পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই দিকেই তাকিয়ে পর্যটন ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 6 =