লকডাউনে অসহায় অবস্থা লাক্সারি বাস মালিকদের, আলোচনা সভায় তিন জেলায় বাস মালিকরা।
করোনা আবহে লকডাউনে অবস্থা খারাপ তিনটি জেলার লাক্সারি বাস মালিকদের।এবার আন্দোলনের পথে যেতে চলেছেন তারা।হুগলি,নদিয়া, ও বর্ধমান জেলার লাসারি বাস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেড়শোর বেশি বাস মালিকরা মঙ্গলবার ব্যান্ডেল ঝাঁপপুকুরে এই আলোচনা সভা করে।দু বছর ধরে চলা লকডাউনে বাস মালিক সহ বহু পরিবার বিপন্ন।তাদের দাবি, যেখানে ভোট, খেলা, মেলা,গঙ্গাসাগর মেলা হচ্ছে,সেখানে সরকারি বিধি নিষেধ মেনে বিভিন্ন জেলায় টুরিস্ট স্পট গুলো খোলা হোক।পাশাপাশি নাইট কার্ফুতে লাক্সারি বাসকে ছাড় দেওয়া হোক। ইন্সুরেন্সে ছাড় সহ একাধিক দাবিতে এই আলোচনা সভা।আগামী দিনে বিভিন্ন সরকারি দফতরে ডেপুটেশন দেওয়া হবে বলেও জানায় লাক্সারি বাস এ্যাসোসিয়েশন।সরকারের সহযোগিতা না পেলে আগামী দিনে অবরোধের পথে যাবেন তারা।
