গতকাল দুপুরে মহম্মদ আলি আজগর হোসেন ক্যাপসিকামের বীজ বিক্রি করতে পৌছায় মধ্যমগ্রাম আবদালপুর এলাকায়।সেখানে বীজ দিয়ে ৪০ হাজার টাকা পেমেন্ট নেয়,তার কাছে ছিলো আরও বীজ।সেই সময় আজগর হোসেনকে ফলো করে কিছু যুবক। তারা মধ্যমগ্রাম চৌমাথায় এসে বলে তারাও বীজ নিতে চায়,কিন্তু পেমেন্ট বারাসতে ফ্ল্যাটে গিয়ে করবে।আজগর প্রথমে রাজি হয়না,তারপর অনেক অনুরোধ করার পর বারাসত পাইওনিয়ার এলাকায় একটি ফ্ল্যাট বাড়িতে আসেন আজগর।সেই ফ্ল্যাটে আগে থেকে লোকজন মজুত ছিলো । অভিযোগ আজগর কে জোর পূর্বক ঘরে ঢুকিয়ে ৭-৮ জন মিলে মারধর করে,তার কাছে থাকা ২ লক্ষ টাকা কেরে নেয়,গলায় সোনার চেন হাতের আংটি সব কেরে নেয়,সাথে বাইকটিও দুষ্কৃতিরা নিয়ে নেয়।শুক্রবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে আজগর কে ফেলে দিয়ে চলে যায়।খবর পেয়ে সেখান থেকেই আজগরের পরিবারের লোকজন উদ্ধার করে বারাসতের এক নার্সিংহোমে ভর্তি করে।পরিবারের তরফ থেকে বারাসত থানায় পুরো ঘটনার বিবরণ উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করে।পরিবারের অভিযোগের ভিত্তিতে বারাসত থানার পুলিশ তদন্ত শুরু করেছে।তবে এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কেউ গ্রেপ্তার হয়নি।