লক্ষীর ভান্ডার এর টাকা না পেয়ে বিক্ষোভ মহিলাদের ।
লক্ষীর ভান্ডার এর টাকা ঢুকছে না ব্যাংকে পাসবুক আপডেট হয় না অ্যাকাউন্ট থেকে মাঝেমধ্যেই কেটে নেওয়া হচ্ছে টাকা এই সমস্ত অভিযোগ নিয়ে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সাতভাই কালিতলা এলাকায় একটি বেসরকারি ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা এবং রাস্তা অবরোধ করেন তারা এলাকাবাসীদের দাবি বিগত তিন বছর ধরে তারা কোন পরিষেবা পাচ্ছিল না কোনরকম সহযোগিতা ব্যাংকের তরফ থেকে করা হয় না। আর এ সমস্ত অভিযোগ নিয়ে ব্যাংকের সামনে বিক্ষোভ এবং অবরোধে বসেন এলাকাবাসীরা। দু’ঘণ্টা চলে অবরোধ অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে
ব্যাঙ্ক ম্যানেজার রতন রায় বলেন লক্ষীর ভান্ডার এর টাকা ঢুকছে, এই সমস্যাটা বিডিও অফিস থেকে হয়েছে আমরা কথা বলেছি দ্রুত সমাধান হবে এছাড়া যে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে ব্যাংকের অথবা এটিএম কার্ডের চার্জ হিসাবে টাকা কাটা হয়েছে পাস বই নতুন করে আপডেট হচ্ছে না কারণ আমাদের ব্যাংক অন্য একটি ব্যাংকের সাথে মার্চ হয়ে গেছে সেই কারণেই পুরনো পাসবুক আপডেট হচ্ছে না নতুন বই আসলে আমরা দ্রুত তা সমাধান করে দেব আর যা সমস্যা আছে আশা করি এই সমস্যা গুলোর সমাধান দ্রুত হয়ে যাবে।