রাজ্য জুড়ে রবিবার যখন ঘরে ঘরে পূজিত হচ্ছে মা লক্ষ্মী।কোজাগরী লক্ষ্মী পুজোর দিন তখন ভিন্ন ছবি মালবাজারে। পূর্ণিমাতেও যেন অমাবস্যার অন্ধকার নেমেছে মালবাজারে।গত বুধবার প্রতিমা নিরঞ্জন চলাকালীন মাল নদীতে হড়পা বানে মৃত্যু হয়েছে ৮ জনের।তার মধ্যে একজন মালবাজার শহরের নর্থ কলোনির বাসিন্দা সুস্মিতা পোদ্দার।বাড়ির মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ সুস্মিতার পরিবার।লক্ষ্মী পুজোর দিন ঘরের লক্ষ্মী নেই ,তাই কান্নায় ভেঙ্গে পড়ছে সুস্মিতার মা,দাদা,দিদি সহ আত্মীয়রা।প্রতিবছর লক্ষ্মী পুজোতে পুজোর জোগাড় ,আলপনা আঁকা সমস্তটাই নিজের হাতে সামলাত সুস্মিতা।কিন্তু আজ সে নেই,তাই বাড়িতে নেই পুজো, আদৌ এই পোদ্দার বাড়িতে কোনদিন পুজো হবেকিনা জানা নেই কারো। একই অবস্থা হড়পা বানে মৃতদের পরিবার গুলিতে।গতকাল এই বাড়িতে হয়েছে সুস্মিতার শ্রাদ্ধানুষ্ঠান। লক্ষ্মী পুজোর দিন খোলা হচ্ছে সেই প্যান্ডেল।তাই পুজোর দিন সুস্মিতার শোকে বাকরুদ্ধ পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + nineteen =