লক্ষ্মী প্রতিমা বানানোর তৎপরতা থাকলেও প্রতিমার চাহিদা অনেকাংশেই কম

লক্ষ্মী প্রতিমা বানানোর তৎপরতা থাকলেও প্রতিমার চাহিদা অনেকাংশেই কম এবছর উঃ ২৪ পরগণার কাঁচরাপাড়ায়।

দুর্গাপুজোর পর বাঙালীর অন‍্যতম উৎসব লক্ষ্মী পুজো।আর সেই পুজোকে ঘিরেই চলে মূর্তি তৈরি থেকে প্রতিমা বিক্রি। তবে উঃ ২৪ পরগণার কাঁচরাপাড়ায় এবছর বেহাল দশা প্রতিমা বিক্রেতাদের। দুর্গাপুজোর পরপরই তাদের তোড়জোড় পরে যায় প্রতিমা তৈরিতে। রাত জেগে হলেও ক্রেতাদের কাছে সঠিক সময়ে পৌঁছে দিতে হয় প্রতিমা। কিন্তু এবছর চিত্রটা অন‍্যরকম। ঘরে ঘরে পুজো হলেও নেই সেই বড়ো বড়ো প্রতিমার চাহিদা। বিক্রেতারা জানাচ্ছেন করোনার দরুণ এবছর প্রতিমার চাহিদা অনেকটাই কম। মানুষের হাতে নেই অর্থের যোগান। তাই শেষ মুহূর্তে লক্ষ্মী প্রতিমা সারি সারি সাজিয়ে রাখলেও ক্রেতার দেখা মিলবে কিনা সেটাই এখন প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + one =